নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘকে সুস্পষ্ট রোডম্যাপ বা কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকে এ দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জের ওই বৈঠকে তিনি বলেন, “মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি; তবে এই সংকটটির সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের ওপর, যা গত চার বছরে সম্ভব হয়নি। আমরা চাই প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘ স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি করুক।”
রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু না হলে এবং এই সমস্যা দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণসহ গোটা অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূতকে জানান।
বৈঠকে বিশেষ দূত বার্গেনারকে ভাসানচর সম্পর্কে অবহিত করেন মন্ত্রী। এ সময় তাকে ভাসানচর পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালের আগস্টে রাখাইনের গ্রামে গ্রামে ব্যাপক হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ শুরু করলে আরও সাড়ে সাত লাখ রোহিঙ্গার ঢল বাংলাদেশ আসে। এর আগে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়।