নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট সংলগ্ন ইলিশ মাছের আদলে নির্মিত ‘প্রজেক্ট হিলসা’ রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ।
প্রজেক্ট হিলশায় গত বুধবার দুপুরে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ। এ সময় সেখানে বেশ অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করেন তারা। তবে প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সতর্ক করে দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রজেক্ট হিলশায় গিয়ে আমরা দেখতে পাই, তারা ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে মাছ-মাংস সংরক্ষণ করছিলেন। অভিযানে রেস্তোরাঁটির বাবুর্চি ও কর্মচারীদের টয়লেটের পর সাবান ব্যবহার না করার প্রমাণসহ বেশ ত্রুটি পাওয়া গেছে।
কভিড-১৯ এর এ সময়ে এ বিষয়টি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।
তিনি আরও জানান, প্রজেক্ট হিলশার গুদামঘরে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন ও বিএসটিআই অননুমোদিত আলুর বোখরা, অনুমোদন ছাড়া আমদানি করা বিদেশি নুডলস ও সস দেখা যায়। এতে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি জড়িত রয়েছে। এছাড়া প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে ব্যবহার করা প্লাস্টিক ও আবর্জনা তারা মানুষের ব্যবহার করা পেছনের রাস্তায় ফেলা হয়েছে, যা পরিবেশ চরমভাবে দূষিত হচ্ছে।
নতুন রেস্টুরেন্ট দেয়ার কারণে প্রথমবারের মতো তাদের সাবধান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
অভিযানে আরও অংশ নেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন, লৌহজং থানার এএসআই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা।