কভিড-১৯ শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

0
17

 

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিড-১৯ সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৪৫। একই সময় আরও তিন হাজার ৮৪০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৪১ হাজার ৮৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বুধবার (১৬ জুন) কভিডে ৬০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর শনাক্তের হিসাবে বলা হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৫৬ জন। সে হিসাবে শনাক্ত কিছুটা কমলেও ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ সাত লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৭৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। এখন পর্যন্ত ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ১৫ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট পরীক্ষার ১৩ দশমিক ৪২ শতাংশ শনাক্ত হয়েছে। অন্যদিকে শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৩২ শতাংশ এবং মারা গেছে এক দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন মোট ৯ হাজার ৫৮৮ জন এবং নারী তিন হাজার ৭৫৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এছাড়া ষাটোর্ধ্ব মারা গেছেন ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছর বয়সসীমার মধ্যে মারা গেছেন একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ২০ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় আটজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here