নিজস্ব প্রতিবেদক: নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুই থানায় করা দুই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।
গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের অভিযোগে বলা হয়েছে, নিপুণ রায় কয়েকজনকে গাড়ি পোড়াতে নির্দেশ দিয়েছিলেন।
এরপর নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তাঁর বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়।
এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার করা বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অপর মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় তাঁকে রিমান্ডেও নেওয়া হয়।