এশিয়া কাপে সরাসরি খেলবে বাংলাদেশ

0
0
ক্রীড়া ডেস্ক: গতকালই ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সবার মন ভার। এরমধ্যেই অবশ্য লাল-সবুজ প্রতিনিধিরা পেল সুখবর। এবারের এশিয়া কাপে জায়গা পেতে হলে খেলতে হবে প্লে-অফের বাছাই পর্ব। যে টুর্নামেন্টে সরাসরি খেলতে পারবেন জামাল-জীবনরা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে বাংলাদেশ। উত্তর কোরিয়া তাদের নাম প্রত্যাহার করে নেয় করোনা পরিস্থিতির জন্য। যে কারণে সুখবর পেল জেমি ডের শিষ্যরা।

গতকাল এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে। ১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে।

১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। বাংলাদেশের অবস্থান ৩৫ তম। আফগানিস্তানের বিরুদ্ধে এক পয়েন্টই বাংলাদেশকে এই সুযোগ দিয়েছে বলে মনে করেন ব্রিটিশ কোচ জেমি ডে, ‘এটি বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ খবর। আফগানিস্তানের বিরুদ্ধে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই পয়েন্টের জন্য আমরা এই বাছাই পর্বে সরাসরি আসতে পারলাম। না হলে প্লে অফ জটিলতায় পড়তে হতো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here