সর্বোচ্চ ভোট পেয়ে আইএলওতে টানা তৃতীয়বার জয়ী বাংলাদেশ

0
16

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল জেনেভায় সংস্থার ১০৯তম অধিবেশনে এ নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২৪ মেয়াদের এ নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর আগে বাংলাদেশ ২০১৪-১৭ ও ২০১৭-২০২১ মেয়াদেও উপ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।

প্রার্থিতা ঘোষণার পর থেকে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন অন্য সদস্য দেশগুলোর সমর্থনের জন্য জোর প্রচারণা চালানোর ফলে এই বিজয় সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম সচিব কে এম আব্দুস সালাম ও জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল এ নির্বাচনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here