নিজস্ব প্রতিবেদক: আজ (১৩ই জুন) দেশে আসছে চীনের উপহারের দেয়া ৬ লাখ ডোজ করোনা টিকা। এরই মধ্যে সকাল ১০ টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান ঢাকার পথে রওনা দিয়েছে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ঢাকায় এসে পৌঁছানো কথা রয়েছে।
চীন গত ১২ই মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে উপহার দেয়। সিনোফার্মের তৈরি ওই টিকার ৩০ হাজার অবশ্য বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের জন্য বরাদ্দ করা হয়েছে।
পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১শে মে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। দ্বিতীয় দফায় উপহারের যে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে চীন, সেটিও সিনোফার্মের।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চীনের উপহারের ছয় লাখ টিকা আনতে দুটি সি-১৩০ বিমান পাঠানো হয়েছে।