নিজস্ব প্রতিবেদক: চলাচল ও জীবনযাত্রায় বিধিনিষেধ আরোপ ও এলাকাভিত্তিক লকডাউন দেয়ার পরেও সীমান্তবর্তী জেলাগুলোতে করোরার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেলে গেলো ২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন। রোগির চাপ বাড়ায় যশোর জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে নতুন রোগি, শণাক্তের হার ও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায়, জুন মাসের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে কোভিড রোগি শণাক্ত বেড়েছে ২৭ শতাংশ। মৃত্যু বেড়েছে ৭ দশমিক এক চার শতাংশ।
সংক্রমণের উচ্চহার দেশের সীমান্তবর্তী জেলাগুলোতেই বেশি। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ২ জন, নওগাঁর ৩ জন এবং নাটোর ও কুষ্টিয়ার ১ জন। আর ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে আক্রান্তের হার ৩০ শতাংশ।
যশোরে ২৪ ঘন্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। রোগির সংখ্যা বাড়ার ফলে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের শয্যা সংখ্যা ৪০টি থেকে বাড়িয়ে ৮০টি করা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় চলছে লকডাউন। খুলনা জেলায় জীবনযাত্রায় এক সপ্তাহের বিধিনিষেধ শুরু হয়েছে। রাজশাহী মহানগরে চলমান লকডাউনে বন্ধ রয়েছে আন্ত:জেলা বাস ও ট্রেন চলাচল। কুষ্টিয়া পৌর এলাকায় চলছে বিধিনিষেধ। এছাড়া, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, নওগাঁ, নোয়াখালী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় চলছে লকডাউন।