নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন তৈরি করে বিদেশগামী যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে গ্রেপ্তার চারজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন ইলিয়াস, দীপক চন্দ্র বৈদ্য, জাকির হোসেন ও নুরনবী।
দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার পুলিশ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তা মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের উপ-কমিশনার মো. জাফর হোসেন জানান।
৮ জুন তেজগাঁও পুরনো এয়ারপোর্ট রোডের বিজয় সরণির ‘সিএসবিএফ হেলথ সেন্টারের’ সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। ভুয়া কভিড রিপোর্ট দেয়ার দায়ে এই প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নায়েব সুবেদার সামসুল আলম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, আসামিরা ডাক্তার সেজে কভিড-১৯-এর জাল সনদ তৈরি করে বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করে নিজেরা লাভবান হওয়ার জন্য প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করত।