ভারতে মৃত্যু আরও ৪ হাজার

0
0

আন্তর্জাতিক ডেস্ক: গত ৩ দিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার ভারতের দৈনিক কোভিড সংক্রমণ নামলো ৮৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮১৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলেন ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫ জন।

সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জনের।

দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, ভারতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত ৫ দিন ধরেই দেশটির সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। প্রায় মাসখানেক ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নীচে নেমেছে।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও, জুনের শুরু থেকেই গতি পেয়েছে ভারতের করোনা টিকাকরণ কার্যক্রম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা পেয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে ভারতে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা এখন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি। সূত্র-আনন্দবাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here