কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব: সিপিডি

0
11

নিজস্ব প্রতিবেদক: কভিড মহামারির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। গত দেড় বছরের বেশি সময় ধরে কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারেরই দায়িত্ব। কিন্তু অর্থনীতি পুনরুদ্ধার বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বাজেটে কিছুই বলা হয়নি। মহামারির বাজেটটি সেভাবেই হওয়ার দাবি রাখে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা কর্মজীবীদের বিমার বিষয়টি পরিকল্পনায় রাখা যেত বলে এক সংলাপে মন্তব্য করেছেন আলোচকরা।

গতকাল বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ডায়ালগ-২০২১’ শীর্ষক বাজেট-পরবর্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে ‘২০২১-২২ অর্থবছরের’ বাজেটের ওপর নানা পর্যালোচনা উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আলোচনায় অংশ নেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন, এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বিজিএমইএ সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিমসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান বলেন, মহামারিতে বিশেষ একটি বাজেটের দাবি ছিল। নতুন করে বেকার হয়েছেন মানুষ। দরিদ্রের তালিকায় যোগ হয়েছে আরও। তাদের জন্য কিছুই বলা হয়নি বাজেটে। কভিডের টিকা এখনও সবাইকে দেয়া হয়নি। এতে আগামী দুই তিন বছরের মধ্যে ব্যবসা স্বাভাবিক হবে না। ব্যবসায়ীদের করছাড় সুবিধা দিলেও নতুন বিনিয়োগে যাবেন না। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বেসরকারি খাতের মাধ্যমে কর্মসংস্থান হবে।

কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। গত দেড় বছরের বেশি সময় ধরে কর্মসংস্থান হচ্ছে না। এবারে বাজেটে সেটার প্রতিফলন হয়নি। অন্তত দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা কর্মজীবীদের জন্য বিমা সুবিধা চালু করা যেত। পরীক্ষামূলক হিসেবে তৈরি পোশাক খাতের কর্মীদের নেয়া যেত। অন্তত শুরুটা করা যেত। বেসরকারি পর্যায়ে পেনশনের কথা হচ্ছে অনেক দিন ধরে। কর্মসংস্থানের জন্য একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সিপিডির পর্যালোচনায় উল্লেখ করা হয়, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আহরণ কম হয়েছে। ১০ মাসে আয় এত কম আয় হয়েছে যে বাকি দুই মাসে আদায়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১২২ শতাংশ। ব্যয় সক্ষমতার অবস্থাও ভালো নয়। কভিডের কারণে যে অর্থবছরে ব্যয় বেশি হওয়ার দরকার ছিল, সেই অর্থবছরে সম্প্রসারণমূলকের পরিবর্তে সংকোচনমূলক বাজেট হয়েছে। ব্যক্তি খাতে ঋণপ্রবাহ বাড়েনি। অথচ নতুন বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ শতাংশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় স্বাস্থ্য খাতের বরাদ্দ এখনও এক শতাংশের নিচে। আবার কৃষি খাতেও বরাদ্দ কমেছে। অথচ দুটিই গুরুত্বপূর্ণ খাত।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘সরকার দুর্নীতির বিপরীতে অবস্থান নিয়েছে। স্বাস্থ্য খাতের ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এডিপি বাস্তবায়ন নিয়েও কথা হচ্ছে। সরকার এ বিষয়ে নজরদারি বাড়াচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন যে, জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন নজরদারি করা। খুব শিগগির তা দেখতে পাবেন। বিমা নিয়ে একটি আলোচনা হয়েছে। হয়ত অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে ভাবছেন।’

আলোচনায় অংশ নিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংসদ সদস্যরা শুধু হ্যাঁ বা না বলার জন্য সংসদে আছেন। বাজেট প্রস্তাবের পর খুব একটা যে পরিবর্তন হয়Ñতা কিন্তু নয়। সর্বোচ্চ কিছু আলোচনা হয় নামকাওয়াস্তে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্তত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের পরামর্শ নিতেন। উনি নিজে নোট করতেন। তো এটা তো এই বছর আর হয়নি। আমার মনে হয় না কোনো কমিটির ওনার (অর্থমন্ত্রীর) সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের সিস্টেমে সংসদ আসলে খুব একটা আলোচনার মধ্যে আসে না। বাজেট প্রণয়নের পূর্বে সংসদ সদস্যসহ অংশীজনদের সম্পৃক্ত করা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here