এসডিজি বাস্তবায়নে যুবসমাজকে গুরুত্ব দিতে হবে

0
0

নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ (এসডিজি) বাস্তবায়নে যুব সমাজকে প্রাধান্য দেয়া হয়েছে। কিন্তু তাদের মতামত ও পরামর্শ মূল্যায়ন করে দেখার কোনো পদ্ধতি রাখা হয়নি। যুবসমাজের অভিজ্ঞতা বৈশ্বিকভাবেও কাজে লাগানোর সুযোগ রয়েছে। এজন্য তাদের মতামতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন দেশি-বিদেশি আলোচকরা।

‘এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা: স্থানীয় প্রেক্ষিত ও যুবসমাজ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে তারা এ কথা বলেন। সংলাপটি যৌথভাবে আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ও অ্যাকশনএইড বাংলাদেশ।

সংলাপে জাতিসংঘের পক্ষ থেকে বক্তব্য দেন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ রিনা জুসিলা। সংলাপে সম্মানিত বক্তা ছিলেন নেপালের ন্যাশনাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের চেয়ারপারসন দয়া সাগর শ্রেষ্ঠ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের গবেষক নাজীবা আলতাফ। প্রবন্ধে উল্লেখ করা হয়, শুধু কর্মভিত্তিক দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ না করে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে যুবভিত্তিক, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ এবং যুবদের অধিকার সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্যোগ নেয়া উচিত। শুধু পরোক্ষভাবে পরামর্শ গ্রহণ প্রক্রিয়া নয়, যুবদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে এসডিজি জবাবদিহি প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে যুক্ত করতে হবে। সুনির্দিষ্ট এসডিজি সম্পর্কিত এবং যুবভিত্তিক কাউন্সিল প্রতিষ্ঠা করা উচিত।

টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর বাস্তবায়ন প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। যুব সমাজকে এসডিজি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে জাতীয় ও স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশ সরকার গৃহীত পঞ্চবার্ষিক

পরিকল্পনাসমূহে জাতীয় ও স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি প্রাধান্য পেয়েছে।

কিন্তু তাদের মতামত ও পরামর্শগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়েছিল কি নাÑসে বিষয়ে আলোচনার অবকাশ রয়েছে। এছাড়াও এই প্রক্রিয়ার সঙ্গে গ্রামীণ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবরা অন্তর্ভুক্ত ছিল না। এতে বোঝা যায় এসডিজি বাস্তবায়নে ও জবাবদিহিতায় অনেক দুর্বলতা আছে। প্রতিষ্ঠা করা হয়নি এ-সংক্রান্ত কাঠামো। বাংলাদেশের কিছু বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যুবদের দ্বারা স্থানীয় পর্যায়ে এসিডিজি বাস্তবায়নের মূল্যায়ন শুরু করেছে। যার মাধ্যমে এসডিজির আকাক্সক্ষার সঙ্গে স্থানীয় পর্যায়ের যুব-সংশ্লিষ্ট বিষয়গুলোর সংশ্লেষ ঘটানোর চেষ্টা করা হয়।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্থানীয়ভাবে যুবকদের ক্ষমতায়ন করার ক্ষেত্রে তথ্য ও উপাত্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। যুবদের সংখ্যা বাড়ালেও স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে তাদের অংশগ্রহণ এখনও সেভাবে বাড়ানো যায়নি। তিনি আরও বলেন যে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতাগুলোকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here