ইউরোর শুরুতেই রেকর্ড গড়া জয় ইতালির

0
31
ক্রীড়া ডেস্ক: ইউরোর নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে ইতালির। বাংলাদেশ সময় শুক্রবার রাতে রেকর্ড গড়া জয় পেয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা। রোমের স্তাদিও অলিম্পিকোয় ইউরোর উদ্বোধনী ম্যাচে তুরস্কোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ৩-০ গোলে জিতেছে ইতালি। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়।

শুক্রবার বিরতির পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালি। এরপর ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে ও লরেন্সো ইনসিনিয়ে। এরফলে দলটির অপরাজেয় পথচলা বেড়ে দাঁড়ালো ২৮ ম্যাচে।

তুরস্কোর বিপক্ষে শুক্রবার শুরু থেকেই আক্রমণাত্বক খেলে ইতালি। এ সুবাদে ম্যাচের ৫৩তম মিনিটে এগিয়ে যায় দলটি। সে সময় দমিনিকো বেরার্দি ডি-বক্সে ঢুকে ডান দিক দিয়ে সতীর্থের উদ্দেশে ক্রস বাড়ান। তবে গোলমুখে ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে বল যায় গোললাইন পেরিয়ে। চাপ ধরে রেখে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। বেরার্দির বাড়ানো বল ধরে স্পিনাজ্জোলার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। বিনা বাধায় আলতো শটে ঠিকানা খুঁজে নেন লাৎসিও ফরোয়ার্ড ইম্মোবিলে।

এদিকে ম্যাচের ৭৯তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান ইনসিনিয়ে। ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণে সতীর্থের পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে কোনাকুনি জোরালো শটে বল জালে পাঠান তিনি। শেষ দলটির দারুণ জয়ে মাঠ ছাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here