লকডাউনের ঘোষণায় চড়া রাজশাহীর কাঁচাবাজার

0
0

 

প্রতিনিধি, রাজশাহী: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় গতকাল বিকাল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের ঘোষণায় যেন আগুন লেগেছে রাজশাহীর কাঁচাবাজারে। গতকাল সকালে বাজার স্থির থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাজারে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। উপচে পড়া ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দাম।

শুক্রবার রাজশাহীর সাহেব বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজার বসার শুরুতে দাম স্থির থাকলেও ক্রেতা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দুপুরের মধ্যেই বেচাকেনা শেষ করেছেন বেশিরভাগ ব্যবসায়ী। সবজি ছাড়াও এদিন দাম চড়া ছিল মাছের বাজারে। বেশিরভাগ মাছ কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেশিতে বিক্রি করেছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।

প্রতি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়ে প্রতি কেজি ট্যাংরা ৬০০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, পাবদা ৪০০ টাকা, মোয়া ৪০০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৫০ টাকা, সিলভার ২০০ টাকা, মৃগেল ১৭০ থেকে ১৮০ টাকা, রুই ৩০০ টাকা, বোয়াল ৮০০ টাকা ও চিংড়ি ১০০০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া ইলিশ বিক্রি হয়েছে ৭৫০ থেকে এক হাজার টাকায়।

মাছ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, গাড়িঘোড়া বন্ধের কারণে বাজারে মাছের সরবরাহ কম। তার ওপর আজ থেকে লকডাউন। বাজারে ক্রেতার সংখ্যা বেশি, চাহিদা প্রচুর। এজন্য বাজারের মাছ দুপুরের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। দামও কিছুটা বেশি।

মাছের দাম বাড়লেও স্থিতিশীল ছিল মাংসের বাজার। গত ঈদের পরে প্রায় সপ্তাহ দুয়েক বাজারে গরুর মাংসের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৫৬০ টাকা কেজি দরে। বর্তমানে সেটা কমে আগের মতো ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা ও বকরির মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

বিক্রেতা মো. কাজিম জানিয়েছেন, মুরগির মধ্যে ব্রয়লার ১৩০ টাকা, সোনালি ১৯০ টাকা, সাদা লেয়ার ২০০ টাকা ও দেশি মুরগি ৪২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

এদিকে গত সপ্তাহে হুট করে রাজশাহীতে কেজিতে ২০ টাকা বেড়ে যায় পেঁয়াজের দাম। সেই দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিক্রেতা মো. রাজু জানিয়েছেন, শুক্রবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায়, আদা ৮০ টাকায়, রসুন ৫৫ থেকে ৬০ টাকায় ও শুকনা মরিচ ২২০ থেকে ২৪৫ টাকায় বিক্রি হয়েছে।

দাম বেড়েছে কাঁচামরিচের। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের শুরুতে কাঁচামরিচ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। ক্রেতা ও চাহিদা বাড়ার সঙ্গে দাম বেড়ে শেষ পর্যন্ত ৬০ টাকা কেজিতেও মরিচ বিক্রি করতে দেখা গেছে।

এছাড়াও বাজারে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে সবজি। জানতে চাইলে বিক্রেতারা বিভিন্ন সময়ের দাম গড় করে জানান, প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকা, মিষ্টিকুমড়া ১৫ থেকে ২০ টাকা, ঝিঙে ৩০ থেকে ৩৫ টাকা, পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা ও বরবটি ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

জানতে চাইলে ক্রেতা মোছা. নাহার বলেন, বাজারে সবকিছুর দাম একটু বেশিই মনে হচ্ছে। আর আজকে প্রচুর ভিড়। বাজারে হাঁটা যাচ্ছে না। লকডাউনের ঘোষণা শুনেই মানুষের মিছিল লেগে গেছে বাজারের দিকে।

তবে মোটামুটি স্থির রয়েছে চালের দাম। বাজারে প্রতি কেজি আটাশ নতুন ৫২ টাকা, পুরনো ৫৬ থেকে ৫৮ টাকা, মিনিকেট নতুন ৫৮ টাকা, পুরনো ৬২ টাকা, জিরাশাল নতুন ৫৮ টাকা, পুরনো ৬০ থেকে ৬২ টাকা, বাসমতি নতুন ৬৬ টাকা, পুরনো ৬৮ টাকা, নাজিরশাল ৬৮ টাকা, কাটারীভোগ সেদ্ধ নতুন ৬০ টাকা, পুরনো ৭৫ টাকা, স্বর্ণা ৪৮ টাকা, কালজিরা ৮০ থেকে ৯০ টাকা, চিনিগুঁড়া ৯৫ থেকে ১০০ টাকা, বালাম ৬৫ ও রণজিৎ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

সাহেব বাজারের বড় খুচরা ব্যবসায়ী এপি চাউল ভাণ্ডারের মালিক অশোক প্রসাদ বলেন, বাজারে চালের দাম স্থির রয়েছে। বাজারে চালের আমদানি হচ্ছে না। আমদানি যদি বাড়ে তবে দাম কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here