প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর

0
0

 

নিজস্ব প্রতিবেদক: প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল সচিবালয়ে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২১ অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। ধান বিক্রি করতে আসা কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখতে হবে।’

‘কৃষকের কষ্টের ফসল বিক্রি করতে এসে কেউ যেন অসম্মানিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে,’ যোগ করেন তিনি।

দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘চলমান বোরো সংগ্রহ অভিযান যে কোনো মূল্যে সফল করতে হবে।’

সভায় তিনি প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে নির্দেশনা দিয়ে চলমান সংগ্রহ অভিযান সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।’

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং আঞ্চলিক ও জেলা খাদ্য কর্মকর্তারা ভার্চুয়াল এ সভায় অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছর বোরো মৌসুমে সরকারের ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩৯ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here