ধনাঢ্য ব্যক্তিরা মানবতার সেবায় এগিয়ে আসুন: ডা. জাফরুল্লাহ

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল ডা. সারওয়ার মাহবুব তার মাতা মরহুমা রেজিনা বেগমের চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান উপলক্ষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গতকাল নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সারওয়ার মাহবুবর নিজের পক্ষ থেকে মা মরহুমা রেজিনা বেগমে চল্লিশার পুরো টাকা

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় দান করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে  প্রতিষ্ঠাতা ও  ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ অনুদান গ্রহণ করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রায়ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একামাত্র সন্তান শিল্পী (গায়িকা) জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদাহরণ সৃষ্টি করেন। তার ধারাবাহিকতায় শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের পরিবারের পক্ষ থেকে মা মরহুমা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেন। এরই ধারাবাহিকতায় ডা. সারওয়ার মাহবুবও তার মায়ের চল্লিশার পুরো টাকা দান করলেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সারওয়ার মাহবুব এ অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার পরিবারের প্রতি কর্তব্য পালন করেছেন। তিনি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ দানের টাকায় অসহায় হতদরিদ্র মানুষের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে কিডনি ও ডায়ালাইসিসের চিকিৎসা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here