নিজস্ব প্রতিবেদক: এক বছরের বেশি সময় ধরে মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ থাকলেও ‘স্বাস্থ্যবিধি মেনে’ এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা ধরে প্রস্তুতি নিতে শুরু করেছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে ২০২১ সালের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের আবেদন চাওয়া হয়েছে।শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। তালিকাভুক্ত সব কেন্দ্রকে কভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।নতুন কেন্দ্র স্থাপনের জন্য আবেদনে তিন হাজার টাকা (অফেরতযোগ্য) ও কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদনে এক হাজার টাকা (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার সিøপ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।কভিড-১৯ এর কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করলেও পরিস্থিতি অনুকূলে না আসায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারেনি সরকার।ওই পরিস্থিতিতে গতবছর এইচএসসি পরীক্ষাও নেয়া যায়নি। চলতি বছর শুরুতে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলের গড় করে এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয়।১৩ জুন স্কুল-কলেজ খোলা যাবে, আশা শিক্ষামন্ত্রীর সবশেষ গত ২৬ মে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মহামারি পরিস্থিতি ‘খুব বেশি প্রতিকূল না হলে’ আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার কথা তারা ভাবছেন।এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ৮৪ দিন ক্লাস নিয়ে দুই সপ্তাহ পরে পরীক্ষা নেয়া হবে বলেও সে সময় জানিয়েছিলেন তিনি। মন্ত্রী বলেছিলেন, পরীক্ষার সম্ভাব্য তারিখ ক্লাস শুরুর পরে জানানো হবে।ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, পরীক্ষার কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই।নতুন কেন্দ্র অথবা কেন্দ্র পরিবর্তনের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত ছক ডাউনলোড করে তা পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন বা প্রতিবেদন ডিসির মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যথাসময়ে পাঠাতে হবে।প্রস্তাবিত কেন্দ্রটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের অনুমোদন পেলে পার্শ্ববর্তী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব প্যাডে পরীক্ষার্থীদের সম্ভাব্য সংখ্যা উল্লেখ করে সুস্পষ্ট ঘোষণাসহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেয়া সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ইতিপূর্বে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র বা কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে, তাদের নির্ধারিত ছকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। আবেদনে নতুন কোনো ভেন্যু বা কেন্দ্র দেয়া যাবে না।