সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে চারগুণ জরিমানা: তাপস

0
16

নিজস্ব প্রতিবেদক: মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসীকে মুক্তি দিতে নানা উদ্যোগ নিচ্ছেন সিটি মেয়ররা। এরই ধারাবাহিকতায় সরকারি আবাসন ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে চারগুণ জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

গতকাল দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, ‘আমি আমাদের ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশনা দিয়েছি, সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে চারগুণ জরিমানা করার।’

মেয়র অভিযোগ করেন, সরকারের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, আবাসিক কলোনিতে সিটি করপোরেশনের মশক কর্মীরা যেতে পারেন না, কাউন্সিলরদেরও সেখানে ‘যেতে দেয়া হয় না’।

ফলে সেখানে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়। সেখানে একবার যদি এডিস মশার বংশবিস্তার শুরু হয়, তবে তা বৃহৎ আকার ধারণ করে। সেজন্য সরকারি আবাসন-স্থাপনায় আমরা এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।

বাড়ির ছাদে এখন বাগান করার সংস্কৃতি গড়ে উঠেছে, সেসব বাড়িতে আলাপ করে ফুলের টবে যেন পানি না জমে, সে বিষয়ে ভূমিকা রাখতে নারী কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান মেয়র।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ‘জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি’ আয়োজিত এ সভায় একটি উপস্থাপনার মাধ্যমে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত নানা কার্যক্রম তুলে ধরা হয়।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদের সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিসিজ কন্ট্রোলের (সিডিসি) পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বক্তব্য দেন।

দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয়প্রধানরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here