গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

0
15

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯-আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কভিডে দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৬৯ জনের। এ সময়ের মধ্যে নতুন করে কভিড-আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ১২ হাজার ৯৬০ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন সাতজন। এছাড়া চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে দুজন, খুলনায় তিনজন, সিলেটে চারজন, রংপুরে একজন ও ময়মনসিংহে দুজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে আছেন ১৯ পুরুষ ও ১১ নারী। তাদের মধ্যে বাসায় মারা গেছেন তিনজন। বাকি রোগীরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৮৬৯ জনের মধ্যে আছেন ৯ হাজার ২৭৫ পুরুষ ও তিন হাজার ৫৯৪ নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের দুজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের তিনজন রয়েছেন। গত রোববার (৬ জুন) কভিডে আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা-আক্রান্ত হিসেবে শনাক্ত হন এক হাজার ৬৭৬ জন। গত বছর ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here