তৈরি পোশাক কর্মীদের মাত্র দুই শতাংশ টিকা পেয়েছেন

0
0

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ মহামারি দেশের তৈরি পোশাক খাতের কর্মীদের ওপর বিশেষত অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। পরিশ্রম বাড়লেও কমেছে আয়। অথচ ৪০ লাখের মধ্যে মাত্র দুই শতাংশ অর্থাৎ ৮০ হাজার কর্মী কভিড টিকা পেয়েছেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিজের (এমএফও) যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে। গতকাল সংবাদমাধ্যমকে জরিপের তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, তৈরি পোশাকশিল্প শ্রমিকদের ওপর লকডাউনের প্রভাব ও কভিড-১৯ সংকটে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, তা বের করার জন্য মূলত জরিপটি পরিচালনা করা হয়।

‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ নামে জরিপটি চট্টগ্রাম, ঢাকা শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় পরিচালনা করা হয়। এতে শ্রমিকদের কর্মসংস্থান, আয়, খাদ্য নিরাপত্তা, মজুরির আধুনিকীকরণ ও স্বাস্থ্য সম্পর্কে প্রতি মাসে তথ্য সংগ্রহ করা হয়। এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যভিত্তিক নীতি গ্রহণ ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে শ্রমিকমুখী উদ্যোগ নিতে সহায়তা করা।

জরিপে এক হাজার ২৮৫ জন অংশ নেন। জরিপে অংশ নেয়া আট শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এ সময় তাদের বিকল্প ব্যবস্থায় কারখানায় যাতায়াত করতে হয়েছে। মাত্র চার শতাংশ জানিয়েছেন, তারা কারখানার পরিবহন ব্যবহার করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, শ্রমিক পরিবহনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করার যথাযথ পদক্ষেপ সব কারখানা নেয়নি।

জরিপে অংশ নেয়া ৭৬ শতাংশ শ্রমিক হেঁটে, ১০ শতাংশ রিকশায়, ছয় শতাংশ অটো-রিকশায়, দুই শতাংশ বাসে ও দুই শতাংশ সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কর্মস্থলে যান। সর্বোপরি ৯২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাদের যাতায়াতের মাধ্যমে কোনো পরিবর্তন আসেনি। এতে বোঝা যায়, বেশিরভাগ শ্রমিক সাধারণত হেঁটে কর্মস্থলে যান। জরিপে অংশ নেয়া মাত্র দুই শতাংশ শ্রমিক কভিড-১৯-এর টিকা নিয়েছেন বলে জানিয়েছেন।

টিকাদান কর্মসূচির জন্য নির্বাচিত (যোগ্য বা উপযুক্ত) কি না, সেই প্রশ্ন করা হলে ৩৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা টিকা কর্মসূচির জন্য নির্বাচিত। তারা চাইলে টিকা নিতে পারতেন। ২৮ শতাংশ জানিয়েছেন, তারা টিকা কর্মসূচির জন্য নির্বাচিত নন। এছাড়া ৩৪ শতাংশ জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছু জানেন না।

টিকার জন্য নির্বাচিত এমন ৩৬ শতাংশ উত্তরদাতার মধ্যে ৭৬ শতাংশ জানিয়েছেন, তারা টিকা নিতে চান। ২৮ শতাংশ উত্তরদাতা যারা টিকা কর্মসূচির জন্য জরিপকালে নির্বাচিত ছিলেন না, তাদের মধ্যে ৬৩ শতাংশ জানিয়েছেন, সুযোগ থাকলে তারা টিকা নেবেন। আর ৩৪ শতাংশ উত্তরদাতা যারা জানিয়েছেন, টিকার জন্য নির্বাচিত কি না, সে ব্যাপারে তারা নিশ্চিত নন। তাদের মধ্যে ৬৫ শতাংশ জানিয়েছেন, তারা টিকা নিতে আগ্রহী। সব মিলে ৬৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সুযোগ থাকলে তারা টিকা নিতে আগ্রহী।

অপরদিকে ৩১ শতাংশ জানিয়েছেন, তারা টিকা নিতে চান না। তারা মনে করেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, অসুস্থ হতে পারেন বা মারা যেতে পারেন। ২৩ শতাংশ মনে করেন, টিকা নেয়ার কোনো প্রয়োজনীয়তা বা উপকারিতা নেই।

টিকা নিতে চান এমন শ্রমিকদের মধ্যে মাত্র ২২ শতাংশ নেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানেন বলে জানিয়েছেন। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, কারণ কভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করা না গেলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পে কর্মরত লাখো শ্রমিকের জীবন ঝুঁকির মুখে পড়বে বলে মনে করে সানেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here