ঈশ্বরদীসহ বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট

0
0

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): পার্শ্ববর্তী নাটোর ও রাজশাহীসহ বেশ কয়েকটি জেলায় কভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় পাবনার ঈশ্বরদী ও চাটমোহর উপজেলায় দুই জেলার সীমানার রাস্তাগুলোয় চেকপোস্ট বসানো হয়েছে। দুই উপজেলা প্রশাসন পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই উপজেলায় চলাচলে বিধিনিষেধ থাকবে। নাটোর থেকে আসা শ্রমিকদের তাপমাত্রা পরীক্ষা করে ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করতে হবে।

চাটমোহরের সঙ্গে নাটোরের সীমান্তবর্তী ছাইকোলা, হরিপুর ও ডিবিগ্রাম ইউনিয়নের প্রবেশপথ এবং সিরাজঞ্জের সীমান্তবর্তী হান্ডিয়াল ইউনিয়নের প্রবেশপথে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে। নাটোর ও পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসনও অবাধ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সে সঙ্গে উপজেলার সাঁড়া ইউনিয়ন, পাবনা-লালপুর সড়ক, পাবনা-নাটোর সড়ক ও রেলজংশন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here