বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ৩৩ লাখ

0
13

আন্তর্জাতিক ডেস্ক: করোনা অতিমারিতে বিশ্বে একদিনে আরও ১০ হাজার মানুষ মারা গেছে। এনিয়ে মৃতের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় সোয়া চার লাখ নতুন রোগী শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখের বেশি। তবে, এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৬০ লাখের বেশি মানুষ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরো কমেছে। গেল দিনে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজার ৪৭৬ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮২ জনের। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ১৩০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ২৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৯৯৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৬৯২ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here