নেইমার-রিচার্লিসনের গোলে ব্রাজিলের পাঁচে পাঁচ

0
0

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলে ফিরেই গোল করলেন নেইমার। শুধু তাই নয় সতীর্থ রিচার্লিসনকে দিয়ে করালেন একটি। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল

কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাইয়ে শনিবার সকালে ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টানা পাঁচ জয়ে লাতিন টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করে বসলো টিটের দল। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে লাতিন টেবিলের শীর্ষে অপরাজিত ব্রাজিল। সমান ম্যাচে ১১ পয়েন্টে দুইয়ে আর্জেন্টিনা, ৯ পয়েন্টে তিনে ইকুয়েডর, ৭ পয়েন্ট করে নিয়ে চারে প্যারাগুয়ে ও পাঁচে উরুগুয়ে।

শনিবার একতরফা আধিপত্য বিস্তার করে ব্রাজিল। কয়েকটি সুযোগ হাতছাড়ার পর ৪২ মিনিটে বারবোসার গোল অফসাইডে বাতিল হয়ে গেলে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় নেইমারদের। বিরতির পর ফিরে ৬৫ মিনিটে লিড নেয় ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন রিচার্লিসন।

ম্যাচের নির্ধারিত সময় যখন শেষ, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। জেসুস প্রতিপক্ষের ফাউলের শিকার হলে ভিএআরে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। নেইমারের প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ডমিনগেজ, কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক লাইন অতিক্রম করায় দ্বিতীয় সুযোগ পান নেইমার, কাজে লাগিয়ে জালে জড়ান বলও। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে ব্রাজিল। যা সঙ্গী করেই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

বুধবার প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিলের পরের ম্যাচ। তার আগে ভোর ৫টায় আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here