নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কালের কণ্ঠকে বলেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা, গবেষণার মান যাতে বৃদ্ধি পায় সেটাগুলো করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো শিক্ষা, গবেষণাকে তুলে ধরা।