আইপিএলের বাকি অংশে খেলা হবে না সাকিব-মোস্তাফিজের

0
0
ক্রীড়া ডেস্ক: করোনায় স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ মাঠে গড়াবে সেপ্টেম্বর-অক্টোবরে। কিন্তু এ টুর্নামেন্টে এবার খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্থগিত হওয়া আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের খেলেন।
আইপিএল যখন হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি রয়েছে। এ জন্য সাকিব-মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন  ‘আমাদের আন্তর্জাতিক সিরিজ সূচি চূড়ান্ত। সাকিব ও মুস্তাফিজের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা দেখি না। কোনো সুযোগই নেই দেশের খেলা ছেড়ে ওখানে খেলার। বিশ্বকাপ চলে এসেছে। এখন আমাদের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।’
আগস্ট-অক্টোবরের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণশক্তি নিয়েই সিরিজ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সাকিব-ফিজরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here