তাসকিনের জোড়া শিকার

0
0

ভয়ংকর হয়ে ওঠা শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দানুশকা গুনাতিলাকাকে (৩৯) বোল্ড করার পর একই ওভারে পাথুম নিশানকাকে খালি হাতে ফিরিয়েছেন এই বাংলাদেশি পেসার।

এই প্রতিবেদন লেখা ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-ওপেনার কুশল পেরেরা (৪২) ও কুশল মেন্ডিস (১)।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এর আগে প্রথম দুই ম্যাচে টস জেতার পাশাপাশি ম্যাচও জিতেছিল টাইগাররা।

ঝোড়ো আবহাওয়ার কারণে টসের সময় পিছিয়ে যায় বেশ কয়েক মিনিট। সাবধানতাবশত মিরপুর শেরে বাংলার উইকেট ঢেকেও দেওয়া হয়।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। যে মিশনে শুক্রবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচটা জিতলে লঙ্কানদের প্রথমবার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। সঙ্গে আইসিসি সুপার লিগে গুরুত্বপূর্ণ আরও ১০ পয়েন্ট যোগ করা যাবে।

এই লক্ষ্যগুলোর কথা মাথাই রেখেই মাঠে নামতে যাচ্ছে সুপার লিগের টেবিলে শীর্ষ থাকা বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কাও চায় অন্তত ১০ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে। সিরিজের প্রথম ম্যাচটি ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে নেয় স্বাগতিকেরা।

বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে দুই পরিবর্তন নিয়ে। ওপেনার লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে এই ২১ বছর বয়সী ব্যাটসম্যানের। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো দল থেকে বাদ পড়লেন লিটন। দ্বিতীয় ম্যাচে কনকাসন হওয়ায় মোহাম্মদ সাইফউদ্দীনের পরিবর্তে বল করেছিলেন তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে সাইফউদ্দীনের পরিবর্তে দলে একাদশে এসেছেন তাসকিন।

শ্রীলঙ্কার একাদশে এসেছে তিন পরিবর্তন। উদানা, বানাদারা ও শানাকা বাদ পড়েছেন একাদশ থেকে। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here