করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত প্রায় ৪০ দিন পর ২ লাখের নিচে দৈনিক আক্রান্ত দেখল। কমেছে মৃত্যুর সংখ্যাও। তবে ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করলেও দেশটিতে কোভিড থেকে সেরে ওঠাদের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে।
এদিকে, করোনার দ্বিতীয় ঠেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রণে ভারতে জারি করা হয়েছিল লকডাউন। সমস্ত সামাজিক অনুষ্ঠানেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনেই বিয়ে সেরেছিলেন শতাধিক দম্পতি। এবার পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে রাজ্য সরকার। মধ্য প্রদেশের একাধিক জেলা প্রশাসন জানাল, চলতি মাসে হওয়া সমস্ত বিয়েকে বাতিল ও অবৈধ বলে ঘোষণা করা হবে।
প্রদেশ সরকার বলছে, লকডাউনের নিয়ম অমান্য করে গোপনে কমপক্ষে ১৩০টি বিয়ে হয়েছে চলতি মাসেই। এই সমস্ত বিয়েকেই অবৈধ বলে ঘোষণা করা হবে এবং দম্পতি, তাদের পরিবার ও পুরোহিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। সূত্র : টিভিনাইন।