মুশফিক-মিরাজ-তামিমের নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়

0
0

ক্রীড়া ডেস্ক: ব্যাট হাতে দলকে পথ দেখান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শেষ দিকে দারুণ খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। তাদের নৈপুণ্যে বাংলাদেশ পেয়ে যায় লড়াকু পুজি। পরে বল হাতে শুরু থেকেই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে থাকেন মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারপরও টাইগারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন বানিন্দু হাসারাঙ্গা। তবে তাকে থামিয়ে শেষ পর্যন্ত ৩৩ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এরফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টাইগাররা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান। দলটির হয়ে তামিম ৫২, মুশফিক ৮৪ ও মাহমুদউল্লাহ করেন ৫৪ রান। শেষ দিকে আফিফ করেন ২৭ রান। পরে বল হাতে মেহেদি হাসান মিরাজ (৪/৩০) নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৮.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। সফরকারীদের হয়ে হাসারাঙ্গা করেন ৬০ বলে ৭৪ রান।

মিরপুরে রোববার ১৪৯ রানে ৭ উইকেট হারানোর পরও হাল ছাড়েননি লঙ্কান হাসারাঙ্গা। পাল্‌টা আক্রমণ করে বাংলাদেশকে ভয় দেখিয়ে দিয়েছিলেন। ৩৬ বলে মাত্র ৪৭ রান দরকার—এমন সমীকরণ সৃষ্টি করেছিলেন। ৫৯ বলে ৭৪ রান করা এক ব্যাটসম্যান এ অবস্থায় ম্যাচ বের করে আনতে পারতেন অনায়াসে। এ অবস্থায় বাংলাদেশের চিন্তা দূর করলেন সাইফউদ্দিন। একবার জীবন পাওয়া হাসারাঙ্গাকে আফিফের ক্যাচ বানালেন ৪৪তম ওভারের শেষ বলে। এর পর শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। ১১ বল বাকি থাকতে শ্রীলঙ্কা অলআউট হয়েছে। ৩৩ রানে প্রথম ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ দল।

জবাব দিতে মাত্র ১৪৯ রানেই সপ্তম উইকেটটি হারায় শ্রীলঙ্কা। কিন্তু অন্যপ্রান্তে থাকা হাসারাঙ্গা ডি সিলভা ক্রিজে খুঁটি গেড়ে বসেছেন। এরই মধ্যে ৫০ রান করে ফেলেছেন, তা-ও মাত্র ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায়! ক্যারিয়ারের ১৯তম ওয়ানডেতে দ্বিতীয় ফিফটি পেলেন তিনি। অন্য প্রান্তে ইসুরু উদানা অপরাজিত ১ রানে। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার রান ৩৬ ওভারে ৭ উইকেটে ১৬৫। এখনো ৯৩ রান দরকার তাদের। বাংলাদেশের দরকার আর তিনটি উইকেট।

এরআগে ৩০ রানের ওপেনিং জুটির পর লঙ্কানদের ওপর প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। গুনাতিলকাকে ফিরিয়ে দেন তিনি। মোস্তাফিজ এরপর বোলিংয়ে এসেই তুলে নেন পাথুম নিশাঙ্কার উইকেট। বাঁ হাতি পেসারের বলটি ছিল লেংথ বল। কিন্তু নিশাঙ্কা বলের বাউন্সটা বোঝেননি সেভাবে। পুল করতে গিয়ে ব্যাটের মাঝখানে নিতে পারেননি। মিডউইকেটে তাঁর ক্যাচটি ধরেছেন আফিফ হোসেন।

৪১ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন কুশল পেরেরা আর কুশল মেন্ডিজ। ৪১ রান যোগ করেন এ দুজন। কিন্তু জুটি ভেঙে ফেলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এতে প্রথম নামটি বাঁ হাতি স্পিনার, বর্তমানে নির্বাচক আবদুর রাজ্জাকের।

এর পর থেকে শ্রীলঙ্কার ব্যাটিং আত্মসমর্পণ করে মিরাজের কাছে একে একে তিনি তুলে নেন কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা আর আসেন বান্দারার। সপ্তম উইকেটে হাসারাঙ্গার সঙ্গে ৪৭ রানের জুটি গড়েছিলেন শানাকা। পরে তাকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত হাসারাঙ্গাকে তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সেই সাইফউদ্দিন।

এরআগে টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারে পেসার দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন (৩ বলে ০ রান)। রানের জন্য ধুঁকতে থাকা সাকিব গুনাতিলাকার স্লো বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে লং অনে দিয়েছেন ক্যাচ।

অফ স্পিনার ধনঞ্জয়ের পর পর ২ ডেলিভারিতে তামিম (৭০ বলে ৫২) এবং মিঠুন (১ বলে ০) এলবিডাব্লুউতে পড়েন কাঁটা। দু’জনই রিভিউ আপীল নিয়ে হয়েছেন অসফল। ৯৯ রান উঠতে ৪ উইকেট হারানোর পরও চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে ৫ম উইকেট জুটিতে মুশফিক-মাহমুদউল্লাহর ১০৯ রানে। এদিন মুশি ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ন করেন। সুইপ শটটা খেলতে বেশি স্বাচ্ছন্দ পান। এই প্রিয় শটটিই অতীতে অসংখ্যবার আউটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আমল দেননি রবিবার।বাঁ হাতি স্পিনার সান্দকানকে রিভার্স সুইপ করতে যেয়ে ৮৪ রানের মাথায় শর্ট থার্ডম্যানে দিয়েছেন ক্যাচ ! ৮৭ বলে ৪ চার,১ ছক্কায় ৮৪ রানের ইনিংসটা তাই বাড়িয়েছে আক্ষেপ। এদিকে ৬৯ বলে ২৪তম ওয়ানডে ফিফটির ইনিংসে স্লগটা সেভাবে করতে পারেননি মাহমুদউল্লাহ। ধনঞ্জয়ের বলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়েছেন তিনি ৫৪ রানের মাথায়। তবে ৭৬ বলে ২ চার,১ ছক্কায় ৫৪ রানের ইনিংসের স্ট্রাইক রেট ৭১.০৫ ! এটাই বাংলাদেশের প্রত্যাশিত স্কোরে বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ ৬০ বলে ৬৪ রানে আটকে গেছে বাংলাদেশ। তাও সম্ভব হয়েছে ৭ম জুটিতে ১৭ বলে ২৭ রানে। আফিফ (২২ বলে ২৭*),সাইফউদ্দিনের ব্যাটিংয়ে (৯ বলে ১৩*)।

সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়শূন্য থাকার পর এলো জয়। শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে হারিয়ে ১০ পয়েন্ট পেল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগে উঠে এলো চার নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৬ (তামিম ৫২, লিটন ০, সাকিব ১৫, মুশফিক ৮৪, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফ ১৩*; উদানা ১০-১-৬৪-০, চামিরা ৮-০-৩৯-১, ধনাঞ্জয়া ১০-২-৪৫-৩, গুনাথিলাকা ২-০-৫-১, হাসারাঙ্গা ১০-০৪-৪৮-০, সান্দাক্যান ১০-০-৫৫-১)

শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ২২৪ (গুনাথিলাকা ২১, কুসল পেরেরা ৩০, নিসানকা ৮, কুসল মেন্ডিস ২৪, ধনাঞ্জয়া ৯, বান্দারা ৩, শানাকা ১৪, হাসারাঙ্গা ৭৪, উদানা ২১, সান্দাক্যান ৮*, চামিরা ৫; মিরাজ ১০-২-৩০-৪, তাসকিন ৯-০-৬২-০, মোস্তাফিজ ৯-০-৩৪-৩, সাইফ ১০-০-৪৯-২, সাকিব ১০-০-৪৪-১, মাহমুদউল্লাহ ০.১-০-১-০)।

জয়: বাংলাদেশ ৩৩ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here