নিম্ন আদালতে ৮২ হাজার ৯৪৩ জামিন আবেদন ভার্চুয়ালি নিষ্পত্তি

0
0

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৮২ হাজার ৯৪৩টি মামলায় জামিনের আবেদন ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, গত ১২ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ২৬ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৮২ হাজার ৯৪৩টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। মোট ৪৪ হাজার ৮০ হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে বের হয়েছেন। এই ২৬ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৮৮।

সুপ্রিম কোর্ট মুখপত্র জানান, গতকাল ২০ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে দুই হাজার ৪৬৭টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং এক হাজার ২৫৩ হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়ালি উপস্থিতিতে মামলার শুনানি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here