শেয়ার বিজ ডেস্ক: খুলনায় নির্মাণাধীন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে ৮৫ চীনা নাগরিক কভিড-১৯ আক্রান্ত।
জেলার খালিশপুরে ‘খুলনা বিদ্যুৎকেন্দ্রের’ ভেতরে এ প্লান্টটি নির্মাণ করা হচ্ছে। সূত্র: বিডিনিউজ।
নির্মাণাধীন প্লান্টের উপ-প্রকল্প পরিচালক জাহিদ হোসেন বলেন, এখানে পাঁচ শতাধিক বাঙালি শ্রমিকের সঙ্গে ১৮৫ জন চীনা নাগরিক কাজ করছেন। গত এক মাসে চীনা নাগরিকদের মধ্যে ৮৫ জনের কভিড ধরা পড়েছে। তাদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত অন্যরা নিজস্ব হোম কোয়ারেন্টাইনে আছেন।
কেন এত বেশি চীনা শ্রমিক আক্রান্ত হলেন তার খোঁজে গিয়েছিলেন আইইডিসিআরের খুলনা বিভাগীয় সমন্বয়ক হাসনাইন শেখ।
তিনি জানান, ৮৫ জন চীনা নাগরিক আক্রান্ত হওয়ায় গত বৃহস্পতিবার তিনি পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু সেখানকার চীনা কমিউনিটিতে ঢুকতে দেয়া হয়নি তাকে। তবে তিনি ফোনে কথা বলতে পেরেছেন।
আক্রান্তদের শরীরে কোনো উপসর্গ নেই জানিয়ে তিনি বলেন, তাদের টিকা দেয়া আছে। নিজস্ব চিকিৎসকও রয়েছে তাদের। তবে আক্রান্তরা কাজে অংশ নিচ্ছেন কিনাÑতা যাচাই করা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসন অবগত রয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আমরা বিষয়টি জেনেছি। তাদের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তারা কোনোভাবে বাইরে বের হতে পারবেন না।
এত চীনা নাগরিক কেন আক্রান্ত হয়েছেন তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।