কভিডের কারণে কক্সবাজারে পাঁচ রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ

0
18

প্রতিনিধি, কক্সবাজার: কভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারে রোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্প অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ‘লকডডাউন’ ঘোষণা করা ক্যাম্পগুলো হলো উখিয়ার ২- ডব্লিউ, ৩, ৪, ১৫ ও টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, শুক্রবার থেকে উখিয়া ও টেকনাফের এ পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করার নির্দেশনা দেয়া হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, লকডাউনকালে ক্যাম্পগুলোর বাসিন্দারা নিজেদের ক্যাম্পের বাইরে যাতায়াত করতে পারবেন না। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অবরুদ্ধ ক্যাম্পগুলোয় দেশি-বিদেশি সংস্থাগুলোর কার্যক্রমও সীমিত করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সামছু-দৌজা।

সামছু-দৌজা বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় সংক্রমণের  হার বেড়ে চলছে, যা গতবছরের প্রথম ঢেউয়ের চেয়ে আশঙ্কাজনক। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে কভিডের সংক্রমণের হার বেশি থাকা ক্যাম্পগুলোয় লকডাউন জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যে পাঁচটি ক্যাম্পের ব্যাপারে ক্যাম্প প্রশাসনসহ রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত দেশি-বিদেশি সংস্থাগুলোকে করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার, টেকনাফ আর উখিয়ায় ৩৪টি ক্যাম্প মিলিয়ে মোট সাড়ে ছয় হাজার একর জমিতে গাদাগাদি করে বসবাস করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। সেখানে কভিডের বিস্তার ঠেকানো না গেলে পরিস্থিতি যে ভয়ঙ্কর হয়ে উঠেবে, সে বিষয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল আন্তর্জাতিক মহলে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার ৩৭ দিনের মাথায়

কক্সবাজারে প্রথমবারের মতো একজন রোহিঙ্গার শরীরে সংক্রমণ ধরা পড়ে। তবে সব পক্ষের চেষ্টায় গত বছর পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। মহামারির শুরু থেকে এ পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় ৮৬৩ জন কভিডে আক্রান্ত হয়েছেন। ১৩ জন মারা গেছেন বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্যবিষয়ক শাখার সমন্বয়ক ডা. তোহা ভূঁইয়া জানান।

ক্যাম্পগুলোয় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৪৭৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৬৩৯ জন রোহিঙ্গা। এখনও আইসোলেশনে রয়েছেন ২১১ জন।

তোহা বলেন, গত তিন থেকে চার মাস ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোসহ কক্সবাজার জেলায় কভিডে আক্রান্তের হার গত এক বছরের তুলনায় বেশি। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত এক মাস রমজানে ক্যাম্পগুলোয় রোহিঙ্গাদের মধ্যে সামাজিক মেলামেশা ও জনসমাগম বেশি হয়েছে। প্রতিদিনই ক্যাম্পের মসজিদগুলোয় তারাবি নামাজ হয়েছে এবং ঈদের সময় ঘিঞ্জি বসতির মধ্যে বাসিন্দা বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে প্রাথমিকভাবে মনে হচ্ছে,  এ কারণে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here