‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন’

0
0

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার ঈদের নামাজ শেষে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি ধীরে ধীরে হলেও ইমপ্রুভ করছেন। বেশ ইমপ্রুভ করেছেন এরই মধ্যে। ডাক্তার আমাকে বলেছেন, ‘তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’”

বিএনপির মহাসচিব বলেন, ‘ম্যাডাম আপনাদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুধু নিজের জন্য নয়, সারাদেশের মানুষের জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা দোয়া করেছি আল্লাহ তায়ালা যেন অতি দ্রুত আমাদের নেত্রী গণতন্ত্রের আপোষহীন নেতা গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। আমরা এই দোয়া করেছি যে আল্লাহ তায়ালা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বেহেস্ত নসিব করুন। আমরা দোয়া করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন তাকে যেন দীর্ঘ জীবন দান করেন এবং তাকে অচিরেই দেশে এসে আমাদের দলকে নেতৃত্ব দেওয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব দিতে পারেন। একইসঙ্গে আমরা আমাদের দলের দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ তায়ালার কাছে। একই সঙ্গে আমাদের দেশের মধ্যে যাঁরা আছেন তাঁদের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি আজকে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে এই দোয়া চেয়েছি আল্লাহ তায়ালা যেন আমাদেরকে তৌফিক দেন আজকে সারা দেশে একটি ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন সেই শক্তি অর্জন করতে পারি এবং জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, তাদের পরাজিত করতে পারি। এই দোয়া চেয়েছি।’

শুক্রবার ঈদের নামাজ শেষে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা সবাই জানেন, আজকে ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দুঃসময়ের মধ্য দিয়ে। একদিকে কোভিডের ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন। এই অবস্থা থেকে জনগণের যেন রক্ষা হয় এই দোয়া আমরা করেছি।’

এ সময় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here