স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ৫ লাখ করোনার টিকা মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে। এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চারদিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি। নাজমুল ইসলাম আরও বলেন, পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতীম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারবো।