হেফাজতের সহিংসতায় তিন মামলা; বাবুনগরীসহ সাড়ে তিন হাজার আসামি

0
16

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দু’টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, জামায়াতের আমিরসহ সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়।

গত ২১ এপ্রিল মামলা তিনটি দায়ের করা হলেও সোমবার বিকেলে তা প্রকাশ্যে আসে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আসামিদের নাম যাছাই বাছাই করতে সময় লেগেছে। তাই দেরীতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।’
জানা যায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে একটিতে বাদী হন ডিএসবি কনস্টেবল মো সোলায়মান। ওই মামলায় ওই মামলায় জুনায়েদ বাবুনগরী, মীর ইদ্রিস, জাকারিয়া নোমান ফয়জীসহ ২১৬ জনকে আসারি করা হয়। পুলিশ পরিদর্শক আমীর হোসেনের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের আমির, জামায়াতের আমিরসহ ৩ হাজার ৭৪ জনকে আসামি করা হয়। পুলিশ উপ-পরিদর্শক হারুন উর রশিদের বাদী হওয়া মামলায় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবালসহ ৩৫৮ জনকে আসামি করা হয়।

তবে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল বলেন, ‘আমাকে এবং আমার নেতা-কর্মীদের হয়রানি করতেই এ মামলা দেয়া হয়েছে। এ ঘটনার সাথে আমার কিংবা আমার নেতা-কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। দায়ের হওয়া এ মামলা আমরা আইনি ভাবে মোকাবেলা করবো।’

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ঢাকায় সংঘাতের জের ধরে হাটহাজারীতে সংঘাতের ঘটনা ঘটে। এসময় হাটহাজারী থানা, ডাকবাংলো এবং ভূমি অফিসে অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সংঘাতে হেফাজতে ইসলামের চার নেতা-কর্মী নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here