চীন সরকার আটক করেই রাখছে উইঘুরদের : মার্কিন কমিশন

0
11

উইঘুর ও অন্যান্য তুর্কি মুসলমানদের চীন সরকার জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিম অঞ্চলে আটক করেই রাখছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)।

২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, উইঘুর মানবাধিকার নীতি আইন এবং তিব্বতী নীতি ও সহায়তা আইনের মতো বিদ্যমান মার্কিন আইনগুলি সম্পূর্ণ পরিমাণে প্রয়োগ করুন এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী চীনা সরকারি সংস্থা এবং কর্মকর্তাদের ওপর লক্ষ্যযুক্ত আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখুন।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট উইঘুর অঞ্চল জুড়ে ৩৮০টি আটক বন্দী শিবির চিহ্নিত করেছে, যার মধ্যে ২০১৯ এবং ২০২০ সালে নির্মিত নতুন সুবিধা সম্পন্ন শিবিরও আছে।
এটি ইঙ্গিত করে যে চীনা সরকার উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলমানদের এখনও আটক করে রেখেছে। যদিও তারা দাবি করেছে যে তারা সব বন্দীকে মুক্তি দিয়েছে।
ইউএসসিআইআরএফ প্রতিবেদনে বলেছে, ২০১৭ সাল থেকে চীনা কর্তৃপক্ষ লাখ লাখ মুসলমানকে এই শিবিরগুলিতে পাঠিয়েছে বলে জানা গেছে।

এদিকে জিনজিয়াংয়ে চীনা সরকারের চলমান পদক্ষেপ আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার সমান হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here