করোনায় মারা গেলেন ব্যারিস্টার জিয়াউর রহমান

0
6

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২০ আসনে চার বারের সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১০টায় তিনি মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই সিনিয়র নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা ঢাকা-২০ আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যারিস্টার জিয়াউর রহমান খান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের একমাত্র ছেলেও করোনা পজেটিভে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বাবা ছিলেন রাজনীতিবিদ আতাউর রহমান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here