এবার স্বাস্থ্যকর্মীদের খাদ্য সরবরাহে ব্যস্ত সালমান

0
12

বলিউড সুপারস্টার সালমান খান বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের সহায়তা করে থাকেন। এবার স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব নিলেন তিনি। সালমান খান জানান, স্বাস্থ্যকর্মীরা সারাদিন সেবা ও চিকিৎসায় ব্যস্ত থাকেন। করোনা সংক্রমণের ভয়ে বেশির ভাগ দোকানপাটও বন্ধ রয়েছে।

দেশটির যুব সেনার সঙ্গে হাত মিলিয়ে এ দায়িত্ব নিয়েছেন সালমান। খাদ্য তালিকায় কি কি থাকছেন তা জানিয়ে যুব সেনার নেতা রাহুল এন কানাল বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের জন্য চিন্তায় রয়েছেন সালমন খান। অভিনেতার প্রশ্ন, সারাদিন তারা সেবা ও চিকিৎসায় ব্যস্ত থাকেন। নিজেদের খাবারটুকু কী ভাবে জোগার করেন তারা? করোনা সংক্রমণের ভয়ে বেশির ভাগ দোকানপাটও বন্ধ রয়েছে। তাই তাদের খাদ্য সংস্থানের দায়ভার নিয়েছেন সালমান।’

আলোচনা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইয়ের রাস্তায় খাবার সরবরাহের গাড়ি বেরিয়ে গিছে বলে জানান যুব সেনার নেতা রাহুল।
এদিকে, ঈদে অর্থাৎ ১৩ মে থিয়েটারে মুক্তি পাচ্ছে সালমানের বহু প্রতীক্ষীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সরকারি সব রকম কোভিড প্রোটোকল মেনে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ভিউ পরিষেবা প্রদানের মাধ্যমে জি ফাইভ, জি প্লেক্সের পাশাপাশি, ডিটিএইচ অপারেটর্স ডিশ, ডি ২ এইচ, টাটাস্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভিতে মুক্তি পাবে এই ছবি।

করোনার গ্রাফ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রাধের নির্মাতার থিয়েটারে মুক্তির পাশাপাশি, বাড়িতে বসে দেখার চিন্তা ভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সালমান খান ফিল্মসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সরকারি বিধি ও প্রোটোকল মেনে আমরা যতটা সম্ভব প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের পাশে থাকতে চাই।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনার দায়িত্বে প্রভুদেবা। ছবিতে সালমান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here