টিকার জন্য সেরামকে চাপ দেওয়া উচিত সরকারের: পাপন

0
0

 

নিজস্ব প্রতিবেদক: কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেক্সিমকোর এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুর ১২টার দিকে টিকা নেন তিনি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পাপন। টিকাগ্রহণ দেশে সাংবাদিকদের সঙ্গে করোনা ভ্যাকসিন ও ক্রিকেট দল নিয়ে কথা বলেন তিনি।

পাপন বলেন, সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।

ক্রিকেট দল নিয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে আগে ওদের দেশে গিয়ে আমরা জিতেছি। এবার টেস্টে হেরে গেছি। টেস্টে আমরা ভালো ছিলাম না। এর আগের ওয়ানডে সিরিজেও এদের আমরা ৩-০ তে হারিয়েছি। আফগানিস্তান নিয়ে আমি কথাই বলতে চাই না।

তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে যারা গিয়েছিল তাদের অনেকেই সেখানে প্রথম গেছে। ওখানকার কন্ডিশনও কঠিন। সে কারণে সমস্যা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকান। সেখানে যারা ভালো করছে তাদের মধ্যে সবার আগে নাম আসবে শান্ত’র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here