রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে।
আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।
গত ৩ এপ্রিল থেকে করোনাভাইরাসের বিস্তাররোধে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।