আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসের কারণে নিজেদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ডিপার্টমেন্ট অব স্টেট-এর ট্রাভেল স্টেট বিভাগ গত মঙ্গলবার তাদের আপডেট করা বিবৃতিতে এই খবর দেয়।
গত জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছিল। এবার সরাসরি না আসার পরামর্শ দিয়ে বলেছে, ‘কভিড-১৯ রোগের কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। বাংলাদেশে অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণ থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন।’
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এই মুহূর্তে কভিড-১৯ খুব বেশি ছড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।
বাংলাদেশ ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র বিবৃতি দিলে নির্ধারিত কিছু ভাষা ব্যবহার করে। প্রায় প্রতিটি বিবৃতিতেই একই কথা দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবারও তারা লিখেছে, ‘কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই বাংলাদেশে পাবলিক এরিয়া এবং ভ্রমণস্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে। নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি কর্মকর্তাদের চলাচল এবং ভ্রমণ বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।’
‘বাংলাদেশে বিদেশিদের ওপর অপরাধের প্রভাব সাধারণত কম। তবু ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমার থেকে সচেতন থাকতে হবে।’