কভিড-১৯; ওমানে বাংলাদেশের নিষেধাজ্ঞা

0
0

 

 

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ওমান সরকার বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।

এ প্রসঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ওমান সরকার যে সময় থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছে, সে সময় থেকে ওমানে আর কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ। তারা নিষেধাজ্ঞা তুলে নিলে আবারও ফ্লাইট চলবে।

কভিড মহামারির কারণে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বেবিচক।

তবে পরে প্রবাসীদের আনা-নেয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানে বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটগুলো চলছে।

এসব দেশের যে আটটি গন্তব্যে বিশেষ ফ্লাইট চালু হয়েছে, তার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটও রয়েছে। ওমান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন বিশেষ ফ্লাইটও বন্ধ রাখতে হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সংবাদের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের সঙ্গে ভারত ও পাকিস্তানও আছে।

ওমানের কভিড প্রতিরোধ সুপ্রিম কমিটি এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে খালিজ টাইমস জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here