হেফাজত নেতা খুরশিদ কাসেমী ও শরাফত গ্রেপ্তার

0
14

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে তাকে মোহাম্মদপুরের বাসা থেকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। এছাড়া খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইনকে বিকাল ৫টার দিকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবির অন্য একটি টিম। শরাফত হোসেন মামুনুল হকের ঘনিষ্ট ছিলেন বলে দাবি করছে ডিবি।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করে বলেন, বুধবার বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আগামীকাল ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলাচত্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here