মিয়ানমারের বাগো শহরে সামরিক বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৮০ জন ছাড়িয়ে গেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি জানিয়েছে সে দেশের অ্যাক্টিভিস্টরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বাগো শহর। সেখানে সামরিক বাহিনীর গুলিতে নিহতদের মরদেহ পায়নি তাদের স্বজনরা। অ্যাক্টিভিস্টরা বলছেন, গুলি করে মেরে ফেলার পর মরদেহ নিয়ে গেছে সামরিক বাহিনী।
বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে মেশিনগান, গ্রেনেড এবং মর্টার শেল ব্যবহার করেছে সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভারী অস্ত্র ব্যবহার করেছে সেনাবাহিনী।
স্থানীয় একজন বিক্ষোভকারী জানান, চোখের সামনে কিছু নড়তে দেখলেই সেদিকে গুলি চালিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: বিবিসি