চট্টগ্রামে হেলে পড়া ভবন ঘিরে রেখেছে পুলিশ

0
11

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়ায় হেলে পড়া পাঁচতলা ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। ভবন থেকে গতকাল শনিবার রাতেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের আশপাশ থেকে পুলিশ লোকজনকে সরিয়ে দিচ্ছে।

আজ রোববার সকালে হেলে পড়া ভবনটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের। এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভবনটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সকাল থেকে উৎসুক লোকজন হেলে পড়া ভবনটি দেখার জন্য ভিড় করতে থাকে।

ঘটনাস্থলে অবস্থান করছে ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলী বলেন, পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। হেলে পড়া ভবন এবং পাশের একটি ভবন থেকে লোকজনকে রাতে সরিয়ে নেওয়া হয়। এখন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এসে সিদ্ধান্ত নেবেন কী করবেন।

গতকাল রাত নয়টার দিকে এনায়েত বাজার গোয়ালপাড়ার কার্তিক ঘোষের ভবনটি একপাশে হেলে পড়ে। এটি পাশের অপর একটি ভবনের দিকে হেলে পড়ায় দুটি ভবন থেকেই বাসিন্দাদের রাতে সরিয়ে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here