করোনা মোকাবিলায় ভারতে ৩ ব্যবস্থা : রাত-কার্ফু, টিকা উৎসব, কনটেনমেন্ট জোন

0
0

ছোট ছোট কনটেনমেন্ট এলাকা তৈরি করে, পরীক্ষার সংখ্যা বাড়িয়ে করোনাভাইরাসকে রুখতে হবে। গা-ছাড়া মনোভাব চলবে না। এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসাথে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের আরো দুই ব্যবস্থার কথাও বলে দিলেন তিনি : রাত্রিকালীন কারফিউ ও বিপুল পরিমাণে টিকাকরণ।

মোদি বললেন, ‘রাত্রিকালীন কারফিউয়ের উপযোগিতা মেনে নিয়েছে গোটা পৃথিবী। কারফিউ থাকলে মনে থাকবে যে আমরা করোনা পরিস্থিতিতে রয়েছি।’ দ্বিতীয় ব্যবস্থাটির জন্য মোদির সমাধান, আগামী ১১-১৪ এপ্রিল ভারতে টিকা উৎসব পালন করার। ‘যত বেশি সম্ভব টিকা নিন ওই চার দিন,’ বললেন মোদি।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন প্রধানমন্ত্রী। সেখানেই করোনা সংক্রমণ ঠেকানো প্রসঙ্গে মোদি বলেন, ‘করোনার এই দ্বিতীয় ঢেউয়ের একটা বড় কারণ দেশবাসীদের গা-ছাড়া মনোভাব। অনেক ক্ষেত্রে রাজ্য প্রশাসনের পদক্ষেপেও এই গয়ংগচ্ছ বিষয়টি লক্ষ্যনীয়। এই মনোভাব নিয়ে চললে করোনার এই দ্বিতীয় ঢেউকে ঠেকানো যাবে না।’

মোদি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছোট ছোট কনটেনমেন্ট জোন।’ করোনা আক্রান্ত এলাকাগুলোকে ছোট ছোট কনটেনমেন্ট জোনে ভেঙে পরীক্ষার পরিমাণ বাড়ানোর কথা বলেন মোদি। জানান, করোনাকে রোখার উপায় একটাই। তাকে চিহ্নিত করা। ওই নিরিখে মোদির পরামর্শ, করোনা পরীক্ষা করানোর ক্ষেত্রে অতিসক্রিয় হতে হবে। তার কথায়, ‘যেকোনো মূল্যে সংক্রমণের হার ৫ শতাংশে নিয়ে আসতে হবে আমাদের। আরটি-পিসিআর পরীক্ষার পরিমাণ বাড়িয়ে অন্তত ৭০ শতাংশে নিয়ে যেতে হবে।’

টিকা উৎসব প্রসঙ্গে মোদির পরামর্শ, ‘আমাদের হাতে করোনাকে রুখে দেয়ার অনেক অস্ত্র মজুত এখন। টিকাকরণে পিছিয়ে থাকলে চলবে না। বয়সসীমা মেনে যত বেশি সম্ভব টিকাকরণ করুন। আগামী ১১ থেকে ১৪ এপ্রিল টিকা উৎসব পালন করুন। এতে কিছুটা হলেও সংক্রমণ ঠেকানো যাবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here