আরও ভয়ঙ্কর করোনা, একদিনে কেড়ে নিল প্রায় ১৪ হাজার প্রাণ

0
38

বিশ্বজুড়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর ছোবলে একদিনে আরও ১৪ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। গেল ফেব্রুয়ারির পর যা রেকর্ড। তাতে, মোট প্রাণহানি ২৯ লাখ ১৪ হাজার ছাড়াল।

একদিন বিরতির পর ব্রাজিল আবারও ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ৪ হাজারের ওপর মৃত্যু দেখল। দেশটিতে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজারের ওপর সংক্রমণ। তবে, দৈনিক ভাইরাস শনাক্তের শীর্ষে এখনও ভারত। বৃহস্পতিবারও এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। দেশটিতে মৃত্যুবরণ করেছে ৮ শতাধিক মানুষ; যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ দৈনিক প্রাণহানি।

এদিন ৯৭১ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, করোনায় ৯৫৪ জন মারা গেছে পোল্যান্ডেও। ৬’শর কাছাকাছি মৃত্যুবরণ করেছে মেক্সিকোয়।
এদিকে, দিনে ৫শ’র মতো প্রাণহানি দেখল ইতালি, চার’শর কাছাকাছি প্রাণহানি ফ্রান্স ও রাশিয়ায়।

বৃহস্পতিবার ৭ লাখ ৩৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বিশ্বে মোট সংক্রমিত পৌনে ১৪ কোটির মতো মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here