সবাই এখন একই সুরে কথা বলছে: রুহানি

0
16

২০১৫ সালে ছয় শক্তিধর দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাঁচাতে সবাই এখন এক সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও অন্য স্বাক্ষরকারী দেশগুলোর বৈঠকের মধ্য দিয়ে এই সমঝোতা বাঁচানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠকে পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকের প্রতি ইঙ্গিত করে রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, সব পক্ষই সর্বসম্মতভাবে পরমাণু সমঝোতা বাঁচানোর ওপর গুরুত্বারোপ করেছে।

এর একদিন আগে ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়। এতে শুধু ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যাতে অংশ নিচ্ছে— ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

বৈঠকে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী দুটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সম্মত হয়। একটি গ্রুপ ইরানের ওপর থেকে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় তা নিয়ে কাজ করবে; অন্য গ্রুপটি ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here