করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
টিকা নিয়ে মেয়র তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়ে লেখেন— প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার উপহার। বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আমি নিজে গ্রহণ করে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জনসাধারণকে ভ্যাকসিন নিতে আহ্বান জানাচ্ছি।