টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে চুরি হওয়া জুনায়েদ নামের আড়াই মাসের সেই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশ পিবিআইয়ের সহযোগিতায় সখীপুর থেকে চুরে হওয়া সেই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত থাকা সখীপুর থানার (এস.আই) মনিরুজ্জামান জানায়, শিশুটিকে উদ্ধার করে আমরা এখনো রাস্তায় আছি। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও আসামি আছে। আমারা এখনো অভিযানে আছি।
উদ্ধার কাজের প্রয়োজনে এখনো আসামিদের নাম বলতে পাচ্ছি না।
চুরি হওয়ার ৬ দিন পরে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে ঘরের সিঁধ কেটে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিশুর মা কল্পনা আক্তার সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
ওই দিন থেকেই এ ঘটনা নিয়ে পুলিশের কয়েকটি সংস্থা কাজ শুরু করেন।