ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর আটক

0
14

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে প্রাদেশিক গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের দপ্তর।

সোমবার এ দপ্তর থেকে বলা হয়েছে, এই প্রদেশ থেকে ইসরাইলি গুপ্তচর ছাড়াও আরও কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। গত ফার্সি বছর এই আটকের ঘটনা ঘটেছে বলে জানানো হলেও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

গত ২১ মার্চ থেকে ইরানে নতুন বছর শুরু হয়েছে।

গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের দপ্তর থেকে আরও জানানো হয়েছে, পূর্ব আজারবাইজানে তাকফিরি সন্ত্রাসী নেই, সেখানে এ ধরণের কোনো সন্ত্রাসী আটক হয়নি। চেক জালসহ ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত কয়েকজনকে আটকের কথাও জানানো হয়েছে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশটির সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সীমান্ত রয়েছে।
সূত্র : পার্স টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here